বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে ১৪ ডিসেম্বর শহীদবুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশ নেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী,মোড়াকরি ইউপির চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, মুড়িয়াউক ইউপির চেয়ারম্যান মোঃ নোমান মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী মাহবুব হোসেন,লাখাই পল্লী বিদ্যুৎ এর ডিজিএম আসাদুজ্জামান অনুজ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান,শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন,সমবায় কর্মকর্তা রুপালী রানী পাল,বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশীদ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, লাখাই রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ বাহার উদ্দিন,লাখাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিলাল আহমেদ,লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ মহসিন সাদেক ও সাধারণ সম্পাদক সুমন আহমেদ বিজয় প্রমূখ।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
প্রস্তুতি সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় এবং বিভিন্ন কমিটি ও উপকমিটির গঠন করা হয়।