আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জের ধরে দু’পক্ষের হামলায় ৪ জন আহত হয়। আহতদের মধ্যে রতন মিয়া রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রোববার পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে।
আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের হারিছ মিয়া (২৭) চুরির মামলায় কারাগারে ছিল। তখন পার্শ্ববর্তী বাড়ির রতন মিয়া (৩০) হারিছের স্ত্রীর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। কারাগারে থেকে সে বিষয়টি জানতে পারে। সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। পরে বিষয়টি নিয়ে রতনের সাথে তার কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে শনিবার রাতে উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
এতে রতন মিয়া, হারিছের মা এলাছি বিবিসহ (৬০) ৪ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তাদের ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রতন মিয়া মারা যায়। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হারিছসহ ৫ জনকে আটক করেছে।