এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় মাদক বিরোধী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নবেম্বর) দুপুর ২টা থেকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার এর সভাপতিত্বে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী প্রসিকিউটর সজিব রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পূর্বিতা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সাজেদুল হাসান,চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমিন সুলতানা,সূর্য মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক ও ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরী।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ণে মাদক বিরোধী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সামাজিক সংগঠন প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি,ছাত্রছাত্রী প্রতিনিধি ও সংবাদকর্মীদের আমন্ত্রণ ও উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এসময় উপস্থিত অতিথি সহ বিভিন্ন প্রতিনিধিগণ মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে দিকনির্দেশনা সহযোগিতা পূর্ন বক্তব্য রাখেন। তাছাড়াও আগামী কর্।পরিকল্পনা প্রণয়নে লিখিত ভাবে পরামর্শ ও কর্মপরিকল্পনা প্রদান করেন।