বাহার উদ্দিন :
হবিগঞ্জ জেলার লাখাইয়ে ট্রান্সফরমিং থ্রু নিউট্রিশন এর উপর অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানার সভাপতিত্বে প্রোগ্রামার কামরুল ইসলামের পরিচালনায় সেন্টার ফর নিউট্রিশন এর আয়োজিত অবহিত কর্মশালায় সভায় প্রেজেন্টশন উপস্থাপন করেন আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় অংশ নেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান, ডাক্তার এ কে এম মঞ্জুরুল আহসান, মৎস্য কর্মকর্তা মোঃ আবু ইউসুফ, প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটিরিনারী সার্জন ডাক্তার কামরুল ইসলাম, বুল্লা ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, সাংবাদিক এম এ ওয়াহেদ সহ আরো অনেকে।
আরো উপস্থিত ছিলেন মনিটরিং কর্মকর্তা মেহজাবিন মৌ,হেলেন কেলার ইন্টানেশনাল এর মুশফিকুর রহমান।
অবহিত করণ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বলেন বাংলাদেশে পুষ্টি জনিত কারনে অনেক শিশু সহ গর্ভবতী মায়েরা বেশীর ভাগ অপুষ্টি জনিত কারনে ভোগে থাকে।
তাই আমরা আমাদের যার যার অবস্থান থেকে আমাদের প্রত্যেকের বাড়ীর আঙিনায় পতিত জমিতে পুষ্টি বাগান করে পুষ্টি ঘাটতি পূরণে অগ্রনী ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী। তিনি আরোও বলেন বেশী দামী খাবারের দিকে না ঝুঁকে অল্পদামী খাবারে প্রচুর পরিমানে পুষ্টি পাওয়া যায় সেই দিকে আমরা সচেতন ভুমিকা রাখলে হয়তো পুষ্টি ঘাটতি পূরণে আমরা সফল হতে পারব।
এছাড়া মাটির স্বাস্থ্য সুরক্ষায় ও নিরাপদ খাদ্য উতপাদন নিশ্চিতে কৃষি জমিতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার প্রয়োগে দৃষ্টি দিতে হবে।আমরা নিজেরাই জৈব সার ভার্মি কম্পোস্ট ( কেচোঁ সার) তৈরীর মাধ্যমে জমিতে বেশী ফসল উৎপাদনে বড় ধরনের সহায়ক ভুমিকা রাখতে পারব বলে আশাবাদ ব্যক্ত করেন।