এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় স্কাউট লিডার সমন্বয় সভা ২০২৪ ইংরেজি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে উক্ত বাৎসরিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও স্কাউট কমিটির সহ সভাপতি কাউছার শোকরানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমিন সুলতানা,খোরশেদ আলম,স্কাউট কমিশনার জালাল উদ্দীন মাস্টার,স্কাউট কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কুমার মাস্টার,মতিউর রহমান মাস্টার,গ্রুপ কমিটির সভাপতি ফখরুল মাস্টার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ স্কাউট চুনারুঘাট উপজেলা কমিটির উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে প্রথম বাৎসরিক স্কাউট টিম লিডারদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।এতে বিগত বছরের কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন,আলোচনা ও পর্যালোচনা করে আগামীর কার্যক্রম কর্মসূচি নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি়ভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দু’শতাধিক স্কাউট শিক্ষক লিডারগণ।