সিলেট প্রতিনিধি:: সিলেট সদর উপজেলার কুমারগাও এর শিশু সামিউল ইসলাম রাজনের নাম ভাঙ্গিয়ে নগরীর তালতলাস্থ কে এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান লটারি বিক্রি করছিল। কিন্তু কোনধরনের অনুমতি না ছাড়াই লটারি বিক্রি করায় ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নগরীর সুরমা পয়েন্ট থেকে তাদেও আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরীর কুয়ারপাড় ৭৭ নং বাসার বাসিন্দা মৃত নেছার আহমদের ছেলে মামুন (২৪), ও মতিয়ার (২৫)।
বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম সিলেটভি২৪ডটকম-কে জানিয়েছেন, শুক্রবার রাতে নগরীর তালতলাস্থ কে এস এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান নির্মমভাবে খুন হওয়া রাজনের নাম ভাঙ্গিয়ে ২টি রিকশা দিয়ে লটারি বিক্রি করছিল। প্রতি টিকেটের মূল্য নিচ্ছিল ২০টাকা করে। লটারি বিজয়ীদেও মধ্যে ৫জনকে পুরষ্কৃত করা হবে বলে তারা ঘোষণা দিচ্ছিল। এর মধ্য প্রথম পুরুষ্কার রয়েছে ১ টি মটর সাইকেল, ২য় পুরুষ্কার ১৪ ইঞ্চি একটি টিভি, তৃতীয় পুরুষ্কার ১টি বাইসাইকেল, ৪র্থ পুরুষ্কার ১০টি মোবাইল ও পঞ্চম পুরষ্কার একটি ফিল্টার।
তিনি আরো জানান, রাজানের নামে লটারি বিক্রির কোন অনুমতি না থাকায় কে এস এন্টারপ্রাইজের পরিচালক মামুন ও মতিয়ার নামের আরো একজনকে আটক করা হয়েছে। এছাড়াও রিকশা দুটি জব্ধ করা হয়েছে বলেও জানিয়েছেন নজরুল।
নিহত রাজনের নাম ভাঙ্গিয়ে লটারি বিক্রির কথা জানতে পেয়ে তার বাবা আজিজুর রহমান সিলেটভি২৪ডটকম-কে বলেন, আমার ছেলের নাম ভাঙ্গিয়ে যে বা যারা টাকা তুলছে তাদের আমি চিনি না। এটা একটি প্রতারণা জানিয়ে তিনি বলেন, এ ধরনের প্রতারককারীদের আটক করতে হবে। কারণ আমি কোন টাকা চাই না। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।