মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গোৎসব পালন করতে সরকারিভাবে অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ১১৩ টি পুজা মণ্ডপের নেতৃবৃন্দের উপস্থিতে প্রতি পুজায় নগদ ১৯ হাজার টাকা করে বিতরণ করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সালের সভাপতিত্বে বিতরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পুজা উদযাপন সেক্রেটারি লিটন রায়, প্রেসক্লাব সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ আলী ,সাবেক কাউন্সিলর অজিত পাল,সাংগঠনিক সম্পাদক শংকর পাল সুমন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমূখ।