এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্ত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বে শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে র্যালী আলোচনা সভা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলী মাহবুব,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমিন সুলতানা সহ চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার,ডিসিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত তৈয়বা খাতুন,সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মাস্টারসহ আব্দুর রাজিব,আবিদ মিয়া মাস্টার,কছির মিয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।