ডেস্ক ঃ আশরাফুলের কি বিয়ে হয়ে গেছে? না হলে বিয়ে কবে? আশরাফুলের হবু স্ত্রীর নাম কি? কোথায় থাকেন? বাগদান কি হয়ে গেছে?
শত শত প্রশ্ন আশরাফুলের ভক্তদের মনে। হবেই না কেনো? বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে দলের বাইরে থাকলে বিয়ের ঘোষনার কারণে এই মুহূর্তে আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন দেশ সেরা এই কৃতি খেলোয়াড়।
আশরাফুলের হবু স্ত্রীর নাম আনিকা তাসলিমা। ডাক নাম অর্চি। দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায়। ঢাকায় থাকেন এলিফ্যান্ট রোডে। পারিবারিক ভাবে বিয়ের আয়োজন হলেও জানা গেছে তাদের ভিতর মন দেয়া নেয়া চলছিলো অনেকদিন ধরেই। এরপরই দুই পরিবার এগিয়ে আসে দু’জনের সম্পর্কের পরিণতি দিতে।
বুধবার রাতে অর্চিদের এলিফ্যান্ট রোডের বাড়িতে এক অনাড়ম্বর পরিবেশে আশরাফুলের বাবা-মা কনে অর্চির অনামিকায় আংটি পরিয়ে এসেছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই বাজবে বিয়ের সানাই।
পারিবারিক সূত্র জানায়, এই মুহূর্তে আশরাফুল যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরবেন অক্টোবরের ২৪ তারিখ। এর পরেই শুরু হয়ে যাবে বিয়ের আয়োজন। এবং ধুমধাম করেই করা হবে বিয়ের অনুষ্ঠান।
সূত্র অনুযায়ী জানা যায়, আশরাফুল এবং অর্চির বিয়ের ঘটকালি করেছেন আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফিসের মা।