আলমগীর কবির, মাধবপুর :
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ”প্রতিপাদ্য নিয়ে মাধবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ে আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার(৩০সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সকাল ১২ টায় আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল।
সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ফয়সাল চৌধুরী, উপজেলা সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, সাংবাদিক রুকন উদ্দিন লস্কর, সাব্বির হাসান, আলমগীর কবির, তোফাজ্জল হোসেন চৌধুরী, জুলহাস উদ্দিন রিংকু, আজিজুর রহমান প্রমুখ