নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. কামাল হোসেন।
রবিবার সকালে নবীগঞ্জ থানা প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানার নবাগত ওসি মো. কামাল হোসেন, ওসি (তদন্ত) দুলাল আহমদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় সম্পাদক আলা উদ্দিন আহমেদ, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এম এ মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী,শাহ সুলতান আহমদ, এম,মুজিবুর রহমান, আশাইদ আলী আশা, হাবিবুর রহমান চৌধুরী শামীম,
সলিল বরন দাশ ,মুহিবুর রহমান, ছনি আহমেদ চৌধুরী, অঞ্জন রায়, সাগর আহমেদ, মোফাজ্জল ইসলাম সজীব, আলাল মিয়া, ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকার প্রমুখ।
মতবিনিময় সভায় নবাগত ওসি মো. কামাল হোসেন বলেন, নবীগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে, থানাকে দালাল মুক্ত করতে দালালদের তালিকা প্রনয়ণ করে থানায় টানানো হবে।
ওসি বলেন, মিথ্যা মামলার মাধ্যমে কেউ হয়রানির শিকার হবেন না। ফেইসবুকে যেকোনো তথ্য শেয়ার করলে তথ্যের সত্যতা যাচাই করা উচিত অন্যতায় গুজব ছড়ালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।