মাধবপুর( হবিগঞ্জ)প্রতিনিধি :
মাধবপুর থানা পুলিশ ৬০ কেজি গাঁজা সহ দুই নারীকে গ্রেপ্তার করেছে।শনিবার সকালে উপজেলার মনতলা সড়ক থেকে গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হল বিজয়নগর উপজেলার কেশব গ্রামের বাচ্চু মিয়া স্ত্রী সারবানু (৪০) ও একই উপজেলার ছত্বর গ্রামের জহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪১)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান,মাদক পাচারকারী চক্রের দুই নারী সীমান্ত এলাকা থেকে মাদক পাচারের সময় ৬০ কেজি গাঁজা সহ আটক করা হয়েছে।
এই মাদক পাচারের সাথে আর কারা জড়িত তাদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।এ ঘটনায় মনতলা ফাঁড়ির এস আই দ্বীন মোহাম্মদ বাদি হয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান সরকার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত আসামিদের আদালতের নির্দেশে শনিবার দুপুরে হবিগঞ্জ কারাগার পাঠানো হয়েছে।