লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধৃত, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ।
লাখাই থানা পুলিশ সুত্রে জানা যায়, লাখাই উপজেলার করাব ইউনিয়নের পূর্ব সিংহগ্রামের মৃত তোফাজ্জুল হোসেন এর ছেলে মোঃ শিপন মিয়া চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধৃত হয়। জনতা গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে উপজেলার পূর্ব সিংহগ্রাম এর সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলে জানা যায়।
বাদীর এজাহার সুত্রে জানা যায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাদী সাইদুর রহমান এর বসত ঘরে সংগোপনে প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামল চুরি করে নিয়ে গেলে বাদী টের পেয়ে শোর চিৎকার শুরু করলে আশ পাশের লোক জন এসে চোরকে দাওয়া করলে এক পর্যায়ে চোর শিপন কে ধরে জনতা গণধোলাই দিয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চোরকে চিকিৎসা সেবা দিয়ে পুলিশে সোপর্দ করে এবং পূর্ব সিংহগ্রামের সাইদুর রহমান বাদী হয়ে বিভিন্ন মালামাল ও নগদ টাকা সহ এক লাখ ৪ শত টাকার মালামল চুরি হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি আসামী সোপর্দ এর বিষয়টি নিশ্চিত করে জানান আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলার ভিত্তিতে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।