নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার বেঙ্গাডোবা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় খেলু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ পথচারির মৃত্যু হয়েছে।
খেলু মিয়া উপজেলার খিলগাঁও মৌজপুরের গ্রামের করম আলীর ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৫ টার সময় এ দূর্ঘটনা ঘটে। মাধবপুর থানার উপ পরিদর্শক আবু রায়হান এর সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫ টার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ঢাকা সিলেট মহাসড়কের বেঙ্গাডোবার কাছে পথচারি বৃদ্ধ খেলু মিয়াকে ধাক্কা দিলে খেলু মিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয়।