সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের চুনারুঘাটের ১২০ আউলিয়ার মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহম্মেদ চিশতী শফির চাচাত ভাই ও মুড়ারবন্দ দরবার শরীফের সাবেক মোতাওয়াল্লী মরহুম সৈয়দ নূর আহমেদ চিশতীর পুত্র খাদেম ও চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ তোফায়েল আহম্মেদ চিশতী ইন্তেকাল করেছেন( ইন্না…. রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মুড়ারবন্দস্থ তার নিজ বাড়ীতে জ¦র অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব হলে বাড়ীর লোকজন সাথে সাথে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ডাক্তারের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন ।মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল (৫৫)বছর । মৃত্যু কালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, ৩ কন্যা, অসংখ্য আত্মীয় স¦জন, গুনগ্রাহী ও আশেকান ভক্তবৃন্দ রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে শতশত লোক, আত্মীয় স¦জন, আশেকান ভক্তবৃন্দ এক নজর দেখার জন্য মরহুমের বাড়ীতে ভীর জমান এবং অনেকেই কান্নায় ভেঙ্গে পরেন।মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় এশার নামাজের পর মুড়ারবন্দ দরবার শরীফ ঈদগাহ মাঠে হাজারো মুসল্লীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজ পড়ান মুড়ারবন্দ দরবার শরীফের জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ নিয়ামত আলী। জানাজার নামাজ শেষে দরবার শরীফে শায়িত পিতা মরহুম সৈয়দ নূর আহম্মদ এর পার্শ্বে দাফন করা হয়।খাদেম সৈয়দ তোফায়েল আহমেদ অকাল মৃত্যুতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের শোক ও শোকসম্ভপ্ত পরিবার -পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন । তারা হলেন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভাপতি আব্দুর রকিব , সহ সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারন সম্পাদক হারুন সাঁই,যুগ্ন সম্পাদক মঈনুল হাসান রতন ,অর্থ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল হক রেনু , প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সুমন,দপ্তর ও পাঠাগার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র, নির্বাহী সদস্য এডঃ হুমায়ূন কবির সৈকত, অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী, শিক্ষক সমিরণ চক্রবর্তী শংকু, সাধারন পরিষদ সদস মেম্বার সমুজ আলী আহম্মেদ , কাউন্সিলর আ.স.ম আফজল আলী রুস্তুম , প্রভাষক জালাল উদ্দিন রুমী , একেএম ফজলুল হক চৌধুরী সেলিম, সৈয়দ শাহিনুর রহমান,এডঃ আব্দুল আলিম তালুকদার. কামরুল হাসান,কামরুজ্জামান আল রিয়াদ ,প্রধান শিক্ষক আমীর ফারুক তালুকদার ,সৈয়দ এম আর মাসুক , এম শামিম চৌধুরী , মহিবুর রহমান প্রমূখ।##