এস এইচ টিটু :
ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ উপজেলা মৎস্য অফিস কর্তৃক র্যালি ও পুকুরে পোনামাছ অবমুক্তকরণ সহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩১( জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে র্যালি ও ইউনিয়ন ভুমিঅফিসের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
পরে উপজেলা প্রশাসনের হলরুমে মৎস্য অফিস কর্তৃক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলি।
বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, উপজেলা কৃষি অফিসার মো. মুশিউর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য মো. আব্দুল্লাহ সরদার, বীর মুক্তিযোদ্ধা মো.শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মর্তুজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক মইনুল হাসান রতন, মৎস্য খামারী শাফিয়া খাতুন, মো. কাওসার মিয়া, বিশিষ্ট মৎস্য খামারী মো. আব্দুল মালেক।
সভায় বক্তাগন বলেন, এক সময়ে সুতাং নদীতে প্রচুর পরিমানে মাছ পাওয়া যেত। বর্তমানে সুতাং নদীতে শিল্পাঞ্চলের বর্জের কারণে মাছ আর পাওয়া যাচ্ছেনা। সুতাং নদী যেন আবার তার আগের অবস্থানে ফিরে আসে তার জন্য সবাইকে সুচ্চার হওয়ার জন্য আহবান জানান। এবং পিরানহা ও থাইল্যান্ডি মাগুর মাছ যাতে বিভিন্ন বাজারে বিক্রি না হয সে ব্যাপারে সবাইকে সচেতন করে তোলার জন্য সবাই তাদের বক্তব্যে উল্লেখ করেন।পরিশেষে মৎস্য খামারী মো. কাওসার মিয়া হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।