মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা, মানববন্ধন আয়োজন করে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) সকাল ১১ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর মৌলানা আসাদ ডিগ্রি কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়, এতে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলা সদর প্রায় ৩০ মিনিট এর মত সিলেট থেকে ঢাকা মুখি যানচলাচল অস্বাভাবিক ছিল। বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য রাখে, সৈয়দ মুহা. মাহদী হাসান আব্দুল্লাহ, সাঈদ বোরহান উদ্দিন রুবেল, ফারহান দিহান রনি, ইমরান আহমেদ দিপু, মিছিলে স্লোগান দেন মাহদি, দিপু, রেদুয়াব মাহিন, ইশতিয়াক।
এসময় উপস্থিত ছিলেন, মাহিন শেখ, মুজাহিদ,রেদওয়ান,নূর মোহাম্মদ,অন্তর শিকদার,পদিদার,অনিক,সাগর,সাব্বির,বাঁধন,স্বরূপানন্দ,শাকি,পিয়াস হোসেন ভুঁইয়া,সয়নুল হক,জাকারিয়া আহমেদ সহ প্রমূখ।
এতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ মাসুদের উপস্থিতিতে পুলিশের দল বিক্ষোভ মিছিলের সামনে পিছনে অবস্থানে সমাপ্তি হয়।