নিজস্ব প্রতিবেদক :
সারা বিশ্বের মুসলমানগনের পাশাপাশি শায়েস্তাগঞ্জ উপজেলায় ও পালিত হয়েছে পবিত্র আশুরা।
বুধবার (১৭ জুলাই) ১০ই মহরম উপজেলার নূরপুর,সূরাবই,পূরাসুন্দা, সুতাং ফুল শাহ মাজার পাক পাঞ্জাতন এর মোকাম, নসরতপুর, চন্ডিপুর, পাঁচগাও, বারলারিয়া, শৈলজোড়া, অলিপুর,মড়রা,কাজীর গাও ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা।
উল্লেখ্য, এইবার নূরপুর ইউনিয়নে দুই ভাগে বিভক্ত হয়ে ১০ই আশুরা মহরম পালিত হয়েছে। নূরপুর, চন্ডিপুর, নছরতপুর, বারলারিয়া এই চার গ্রাম তারা তাদের তাজিয়া মিছিল নিয়ে নূরপুর হাইস্কুল মাঠে একত্রিত হন। সেখানে ছিল হাজার হাজার মানুষের সমাগম।
আইন-শৃঙ্খলা রক্ষার্থে পাশে ছিল শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।
অন্যদিকে, সূরাবই,পূরাসুন্দা, সুতাং ফুল শাহ ,পাঁচগাও ও শৈলজোড়া তারা ও যার যার তাজিয়া মিছিল নিয়ে সুতাং বাজারে একত্রিত হয়ে পালন করেন পবিত্র আশুরা।
এ উপলক্ষে মুসলিম জাহানের ন্যায় শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কিছু এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে আশুরা দিবসটি উদযাপিত হয়েছে।
বর্ণিল সব ঘোড়া সাজিয়ে-সেগুলোকে রাখা হয়েছে একটি নির্ধারিত স্থানে। অধিকাংশ লোকই এই দিনে রোজা রাখেন এবং খালি পায়ে পদব্রজে বিচরণ করেন।
উল্লেখ্য যে, বিকালে সকল মুসলিম উম্মার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র আশুরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।