স্বপন রবি দাস,নবীগঞ্জ থেকে:
হবিগঞ্জের নবীগঞ্জে গলায় ফাঁস লাগিয়ে আলী মিয়া (২৮) নামে ৩ সন্তানের জনক আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী আলী করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়,(১৩ জুলাই)শনিবার রাতে খাবার খেয়ে আলী মিয়া (২৮), শয়ন কক্ষে ঘুমিয়ে পড়ে।
রাতের কোন এক সময়ে ঘরের সকলের অগোচরে কক্ষের জানালার দর্জা বন্ধ করে গলায় রশি দিয়ে ফাঁস লাগায়। রাতের বেলা বাড়ীর লোকজন খোঁজাখুজি করে তাকে না পেয়ে ওই কক্ষে তাকে ঝুলন্ত অবস্থয় দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মগ্যে প্রেরণ করে।
নিহতের স্ত্রী ও গ্রামের অনেকেই জানিয়েছেন নিহত এর সাথে পারিবারিক কোনো ধরনের মনোমালিন্য ছিলনা। কিন্তু হঠাৎ করে কেনো গলায় রশি দিয়ে ফাঁস লাগালো এই বিষয়টা আমরা কেও বোঝে উঠতে পারছি না।