নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর (৪০)মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুলাই) বিকেল ৫ টার দিকে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের নিকট ঢাকা থেকে সিলেটগামী জয়েন্তিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, ‘ট্রেনে কাটা পড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাওয়া লাশটি উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’