আশিকুর রহমান,আজমিরীগঞ্জ :
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর বাজারের টার্মিনাল রোডে মাসব্যাপি পানি থাকায় ব্যাবসায় লস গুনছেন ব্যাবসায়ীরা। পানির নিচে তলিয়ে গিয়েছে বাজারের কয়েকটি সড়ক। স্থানীয় ব্যাবসায়ীরা কেউ কেউ পানির মধ্যেই খোলা রেখেছেন দোকান। তবে ক্রেতা নেই বলে গুনতে হচ্ছে লস।
আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এ বাজারে আসতেন ক্রেতারা। সড়কে পানি ও চার পাশে বন্যা থাকায় ক্রেতার নেই মাঝে মধ্যে খুব কম সংখক ক্রেতা আসে।
বিশেষ প্রয়োজনে ভোগান্তিতে পরতে হয় নারী শিশু ও স্কুলগামী ছাত্র ছাত্রীদের।
হতাশা আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন বাজারের ব্যাবসায়ীরা। পানি না নামলে এভাবেই কাটাতে হবে দিন এমনটাই জানালেন কয়েকজন ব্যাবসায়ী। ব্যাবসায়ীদের দাবী বাজারের সড়কগুলো উঁচু করে দেওয়ার।
এ বিষয়ে বদলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার অরুণ কুমার তালুকদার বলেন প্রথম ধাপে আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদের সাথে ২২ জন ব্যাবসায়ীকে অনুদান দিয়েছি। পরবর্তী সময়ে আমরা অন্যদেরও অনুদানের আওতায় নিয়ে আসবো।