হবিগঞ্জ প্রতিনিধি : ঈদুল ফিতরকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে হত দরিদ্র অসহায় নারীদের মাঝে বস্ত্র বিতরন করেছে হবিগঞ্জ ভাটি বাংলা নারী কল্যান সমিতি।
এ উপলক্ষে শহরের আর, ডি, হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন নারী নেত্রী কালন বিবি। মিস কনিকার সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবি চৌধুরী আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ দিলীপ কুমার বণিক, হবিগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, প্রভাষক আশিতোষ, সাহিত্যিক হারুন সিদ্দিকী প্রমুখ।
পরে হতদরিদ্র নারীদের মাঝে শাড়ী বিতরন করা হয়।