বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ-৪(মাধবপুর -চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে এবং হুমকীদাতাকে গ্রেফতার ও এমপিকে নিরাপত্তা প্রদানের দাবিতে বাহুবলের মিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ জুলাই সকাল ১০টায় মিরপুর এসএস ফুটবল একাডেমির উদ্যোগে স্থানীয় চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসএস ফুটবল একাডেমির পরিচালক এম শামসুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাউর রাহমান সাহেদ। বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, আওয়ামীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তারা মিয়া, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির চেয়ারম্যান মোঃ সোহাগ, সাংবাদিক সাজিদুর রহমান, হুমায়ুন কবির, মোঃ সাদিকুর রহমান, মোঃ আজিজুর রহমান, মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা মানবতার ফেরিওয়ালা, দূর্নীতিবাজদের আতঙ্ক ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকির তী নিন্দা ও প্রতিবাদ জানান এবং হুমকিদাতাকে খোজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান ও ব্যারিস্টার সুমনের নিরাপত্তা জোরদার করার দাবি জানানো হয়।