লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে গাঁজা সহ রুশেনা আক্তার (৩৮) নামে এক আসামীকে আটক করেছে পুলিশ।
লাখাই থানা পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার( ২ জুলাই) দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ উপজেলার করাব ইউনিয়নের সিংহগ্রাম এ অভিযান চালিয়ে মুঈদর মিয়ার স্ত্রীর বসত ঘর থেকে ৫ শত ৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামীকে বুধবার (৩ জুলাই)হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের।