লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার করাব ইউনিয়নের করাব গ্রাম থেকে জুয়া খেলার সরঞ্জাম ,নগদ অর্থসহ ৮ জুয়ারীকে আটক করেছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ জুলাই) দিবাগত রাতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই)শৈলেশ চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার করাব গ্রামের খলিল মিয়ার বসত ঘর থেকে ৮ জুয়ারীকে আটক করে।
আটককৃতরা হলেন শহিদ মিয়ার ছেলে খলিল মিয়া (৩৪), মৃত আঃ জব্বার এর ছেলে ছালেক মিয়া (৬০), মৃত সহীদ মিয়ার ছেলে মোজাম্মেল (৩৬), ইকরাম আলীর ছেলে এনামুল হক (৪০), নুর মিয়ার ছেলে জাকারিয়া (২৬), মৃত আলী আফছর এর ছেলে খালেদ মিয়া (২২), ফারুক মিয়ার ছেলে শাহীন মিয়া(২০) ও মৃত ফুল মিয়ার ছেলে শামীম মিয়া (৩৮) কে আটক করে এবং নগদ ৬ হাজার ২১০ টাকা ও ২ বান্ডিল তাস জব্দ করে আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের।
মঙ্গলবার (২ জুলাই) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের এর সাথে আলাপকালে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।