স্বপন রবি দাস,নবীগঞ্জ থেকে:
হবিগঞ্জের নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে শাহেনা বেগম (৫৫), নামের এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার(০২জুলাই)সকাল ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামের বিদ্যুৎস্পৃষ্টে এই ঘটনাটি ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহত ব্যক্তিটি হলো-নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামের কনর মিয়ার স্ত্রী মোছা.শাহেনা বেগম (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায় যে,নিজ বসত ঘরের মাটির দেওয়ালে লাগানো বৈদ্যুতিক মিটারটি মাটির দেওয়াল সহ ভেঙ্গে পড়ে যায়। শাহানা বেগম মাটি পরিষ্কারের সময় বৈদ্যুতিক মিটারের তারের সাথে বিদ্যুৎ স্পষ্ট হয়ে গুরুতর আহত হয়। তার আত্মীয়-স্বজন সকাল অনুমান ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তত করেন।