এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানের পাহাড় ধ্বসে হুমকির মুখে বসতভিটা ব্রিজ ত্রিপুড়া পল্লীর অর্ধশতাধিক পরিবার।
মঙ্গলবার (২ জুলাই) সকালে আমাদের প্রতিনিধির পরিদর্শন ও স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি চিত্তরঞ্জন দেববর্মা এ সব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।
দেখা যায়, সকালে চন্ডী,চাকলা,সুরমাসহ আশেপাশের পাহাড় ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধ্বসে পরছে বসতভিটা,ব্রিজ ও সাতছড়ি জাতীয় উদ্যানের গণশৌচাগার এলাকার পাহাড়ের অংশ । ফলে ছোট-বড় মিলিয়ে ৫০টি পরিবার পড়েন হুমকির মুখে।
চিত্তরঞ্জন দেব বর্মা আরও বলেন,পাহাড়ি ঢলে স্থানীয় ত্রিপুড়া পল্লী সহ উদ্যানের আসা পর্যটকগণও পড়ছেন বিপাকে।পাহাড়ি ঢলের পানি যেভাবে আসে তাতে আজকে ব্রিজটি দিয়ে চলাচল সম্ভব হবে বলে মনে হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, ‘ভারি বর্ষণের কারণে ইদানীং নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে হাজারো পরিবার পানিবন্দি হয়েছেন।তাছাড়া পাহাড়ি ঢলে সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটকগণও ভুক্তভোগী হচ্ছেন। আমরা ত্রিপুড়া পল্লী সহ স্থানীয় সমস্যা সমাধানে উদ্যোগ নিচ্ছি।
এ বিষয় চুনারুঘাট মাধবপুর আসনের সাংসদ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি জানান,সাতছড়ি জাতীয় উদ্যানে আমি দায়িত্ব নেয়ার পর পর্যটকদের আগমনে সৌন্দর্যের আমুল পরিবর্তন করেছি।এবং পাহাড়ি ঢলে পাহাড় ধ্বস বসতভিটা ব্রিজ রক্ষায় আমি আগেও ব্যক্তিগত উদ্যোগে কাজ করেছি।বালু উত্তোলনের ফলেই এ পাহাড় ধ্বস বেড়েছে। আমাদের কে সচেতন হতে হবে।তাহলেই সমস্যা সমাধান সম্ভব।