শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শায়েস্তাগঞ্জ উপজেলার সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১(জুন) রবিবার রাতে শায়েস্তাগঞ্জ আব্দুল বারিক কনভেনশন হল এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা পিএফজি সমন্বয়কারী মো. আব্দুর রকির এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পিএফজি সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিমা চৌধুরী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর পিএফজি সমন্বয়কারী প্রভাষক জালাল উদ্দিন রুমি।
বক্তব্য রাখেন আওয়ামী লীগের আম্বাসেডর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, বিএনপি নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুল আজিজ ফরহাদ, জাতীয় পার্টির অ্যাম্বাসেডর মোহাম্মদ আব্দুস সালাম, আওয়ামী লীগ নেতা জামাল আহমেদ দুলাল, মো. আব্দুল মুকিত, ফখরুল হামিদ, মাহবুব হোসেন চৌধুরী দিলু,বিএনপি নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, কাউন্সিলর তহুরা আক্তার লাইজু, জাতীয় পার্টি নেতা মোখলেস মিয়া, ইমরান উদ্দিন তালুকদার ,সাংবাদিক কামরুজ্জামানাল রিয়াদ দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, মোহাম্মদ মিসবাহ উদ্দিন, স্বপ্না আক্তার, মেম্বার খলিলুর রহমান, মহিলা মেম্বার নুরুন্নাহার রুমা, মোহাম্মদ সালাউদ্দিন, আবু সুফিয়ান, সানজিদা আক্তার আল আমিন সাইফি প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্য বলেন,পিএফজির মাধ্যমে স্থানীয় পর্যায়ে শান্তি সম্প্রীতি, সামাজিক সমস্যা নিরসন ও সহাবস্থান নিশ্চিত করনে সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন।