এস এইচ টিটু :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজডসহ ৬ রোগীকে জনপ্রতি ৫০ হাজার করে ৩ লাখ টাকার সরকারী আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ টাকায় ওইসব রোগী সুচিকিৎসা গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৭ জুন ) দুপুরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ অনুদানের চেক বিতরণ করা হয়।
জানা যায়, স্ট্রোক প্যারালাইজড- ৩ জন, কিডনি-২ জন ও জন্মগত হৃদরোগ- ১ জন মোট ৬ জন রোগী সুচিকিৎসা গ্রহণ করার জন্য চেক গ্রহণ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচি ২০২৩-২০২৪ অর্থ বছরের এ চেক বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. নাহিদ ভুইয়া, ভাইস চেয়ারম্যান আ স ম আফজাল আলী,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ডলি,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আজিজুর রহমান মাসুদ,উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী দিলীপ কৈরী, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো.আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক আশরাফ উদ্দিন মামুন, ফিরোজুল ইসলাম, সাংবাদিক মইনুল হাসান রতন,আব্দুল হক রেনু সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাবৃন্দ।