দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত শায়েস্তাগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার দুপুরে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন সহকারী কমিশনার (ভুমি) নাহিদ ভুইয়া, মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান, একাডেমিক সুপার ভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আব্দুর রকির,ডাক্তার বিশ্বজিৎ রায়, শায়েস্তাগঞ্জ ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. শাহজাহান, নুরপুর ইউপি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন, জন্ম মৃত্যর নিবন্ধনের গুরুত্ব বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে হবে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্টান ও ইউনিয়ন পরিষদ ভুমিকা রাখতে পারে।