স্বপন রবি দাস,নবীগঞ্জ থেকে :
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং হিন্দুত্ববাদী দাদা দিদিদের আর্থিক সহযোগিতায় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে রবিবার (২৩জুন) শ্রী শ্রী অনন্ত জিউ-র আখড়ায় গীতা শিক্ষালয়ে ও গীতা বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।
শেখর কর এর সঞ্চালনায় ও হরিকেশব বৈষ্ণব এর পরিচালনায় উক্ত গীতা স্কুল উদ্বোধন ও গীতা প্রদান করা হয়েছে।
গীতা স্কুল উদ্বোধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক শ্রী চয়ন বাড়ৈ,সহ-সভাপতি শ্রী উজ্জ্বল বনিক,হবিগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোট কমিটির আহবায়ক শ্রী রজতকান্তি চৌধুরী সিটন,যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন রবি দাস, ঝিনুক চৌধুরী,স্বপ্না চৌধুরী,প্রমুখ।
উক্ত গীতা স্কুল উদ্বোধন শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।