আশিকুর রহমান,আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের প্রতিনিয়ত ভর্তি হচ্ছে। রোগীদের অধিকাংশ ভর্তি হলেও তাদের চিকিৎসা সেবাও মিলছে না,প্রয়োজন মতো চিকিৎসক না থাকায়।প্রায় সময় রাতের বেলায় কোন চিকিৎসা পায় না রোগীরা।
২১শে জুন রোজ শুক্রবার সকাল ১১ টায় সরজমিনে গিয়ে দেখা যায় সকালের নাস্তা ৮ টায় না দিয়ে পঁচা ডিম,ও মেয়াদ উত্তীর্ণ পাউরুটি,পঁচা কলা সকাল ১০ টার সময় রোগীদের সকালের নাস্তা দেওয়া হয়।
আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী রোগী সৈয়দ আলী (৬০)জানান,সকালের নাস্তা ৮ টার সময় দিতো,এখন ১০ টায় নিয়ে আসে, পঁচা ডিম,পঁচা কলা আর মেয়াদ উত্তীর্ণ পাউরুটি।
আরেক ভুক্তভোগী সনজব আলী (৫০) বলেন,আমিও তিনদিন ধরে এই হাসপাতালে ভর্তি পঁচা ডিম, পচাঁ কলা আর মেয়াদ উত্তীর্ণ পাউরুটি দিয়ে যায়। যা খাওয়ার অযোগ্য।দুপুরে ও রাতের খাবার পানি পানি লাগে আর ভাতে পঁচা গন্ধ করে। কর্তব্যরত নার্স এর সঙ্গে আলোচনা করলে মেয়াদ উত্তীর্ণ পাউরুটির সত্যতা স্বীকার করে বলেন মেয়াদ উত্তীর্ণ পাউরুটি রোগী পর্যন্ত দেই নাই। এই গুলি পরিবর্তন করে কেক দিয়েছি।
এই নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হোসেন সঙ্গে ফোনে আলাপ করলে তিনি বলেন রোগীদের বাসি পঁচা খাবার আমার জানামতে দেওয়া হয় না আমার কাছে কোন অভিযোগ আসেনা ।
রোগী কে খাবার দেওয়ার আগে আর এমও এবং ওয়ার্ড ইনচার্জ দেখে দেয়। তারপর ও যদি আসে তাদের সতর্ক করি এবং সঠিক ব্যাবস্থা নেই। সকাল দুপোর রাতে মিলিয়ে ১৭৫ টাকা, এই বিষয়টি নিয়ে আমি খতিয়ে দেখব।