নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজারে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আর এতে করে প্রায় ১২ লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল শুক্রবার সকালে পইল নতুন বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টাখানেকের প্রচেষ্ঠায় আগুণ নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল মান্নানের দোকানে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যেই পার্শ্ববর্তী অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
এতে বাচ্ছু মিয়ার বীজ কীটনাশক সার ও গরু খাবারের দোকান, শিয়াল দাডিয়া গ্রামের কাজল গোপের ইলেক্ট্রিক দোকানসহ আশে পাশের ৪ দোকানের মালামাল পুড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে মন্নান মিয়ার কাপড়ের দোকান। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।