নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে মিনি বাসের চাপায় লামিয়া (৬) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে নোয়াপাড়া ইউনিয়নের নতুন বাজার এলাকার শাহাবুদ্দিনের কন্যা সন্তান।
গতকাল শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলার শাহপুর নতুন বাজার এলাকার শিশু লামিয়া মহাসড়ক পাড়াপাড়ের সময় ঢাকা মুখী একটি মিনি বাস লামিয়া কে চাপা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশু লামিয়া কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।