সাজিদুর রহমান,বাহুবল :
টানা কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদীতে দেখা দিয়েছে বন্যা। বিশেষ করে ভাদেশ্বর ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলের মাঠ ও রাস্তাঘাট। ভেসে গেছে পুকুরের মাছ।
ভাদেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হিমারগাও, পাইকপাড়া ও চিচিরকোট গ্রাম দিয়ে বাঁধ উপছে এবং ভাঙ্গনের ফলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। হিমারগাও অংশে প্রায় অর্ধ কিলোমিটার বাঁধের উপর হাটুপানি। আর এ বাঁধ উপছেই মূলত পানি প্রবেশ করছে গ্রাম এলাকায়।
অধিকাংশ বাড়িঘরের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে পুকুরের মাছ। রাস্তাঘাট তলিয়ে গেছে। কয়েক ফুট পানির নিচে ফসলের মাঠ।
স্থানীয়রা জানান, গত দুইদিন ধরে এলাকা প্লাবিত হলেও প্রশাসন দুরে থাক কোন জনপ্রতিনিধির দেখা পাননি তারা।
সরেজমিনে দেখা যায়, পাইকপাড়া গ্রামের কাছে গত কয়েক বছরের ভাঙ্গনের ফলে এলাকাবা ক্ষতিগ্রস্থ হচ্ছেন।
এব্যাপারে এক বছর আগে ভাঙ্গনস্থল পরিদর্শন করেন সাবেক এমপি শাহ নওয়াজ গাজী মিলাদ। পরিদর্শনকালে বাঁধ মেরামতসহ ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পাউবো প্রকৌশলকে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনা আজও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। যদিও কিছু বালির বস্তা বাধের উপর সারিবদ্ধ করে রাখতে দেখা গেছে।
স্থানীয়দের অভিমত স্থায়ীভাবে বাঁধ মেরামত করা না হলে বন্যার কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করা সম্ভব হবে না।