হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।বৃষ্টির পাশাপাশি পাহাড়ী ঢলের কারণে পানি বৃদ্ধি পাচ্ছে। এর মাঝে সকল নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান,
হবিগঞ্জের সকল নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি চুনারুঘাটের বাল্লা সীমান্তে বিপদ সীমার ১৩১ সেঃমিঃ, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ২১ সেঃ মিঃ ও শহরেরর মাছুলিয়া পয়েন্টে ৭৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া বানিয়াচংয়ের মার্কুলিতে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ২১ সেঃ মিঃ ও আজমিরিগঞ্জে কালনী কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার ৩১ সেঃ মিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১১৫ মিলিঃ মিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া টানা ভারী বর্ষনে হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ নদীর পানি আরো বাড়বে।