অনলাইন ডেস্ক :
লক্ষ্মীপুরের রামগঞ্জে নামাজ পড়া শেষে মসজিদেই শাহজাহান ভুট্ট (৫০) নামের এক মুসল্লী মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
সোমবার (১৭ জুন) জোহরের নামাজ শেষে রামগঞ্জ পৌরসভার সোনাপুর চৌরাস্তা জামে মসজিদে এ ঘটনা ঘটে।শাহজাহান ভুট্ট উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব বিঘা ভূঁইয়া বাড়ির মৃত রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান হার্টের রোগী ছিলেন। সোমবার ঈদের নামাজ শেষে ব্যক্তিগত কাজে তিনি রামগঞ্জ শহরে যান। পরে জোহরের নামাজ পড়তে সোনাপুর চৌরাস্তা জামে মসজিদের যান। নামাজ শেষে অসুস্থতাবোধ করলে মসজিদেই তিনি শুয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, এরমধ্যেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
রামগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামরুল হাসান ফয়সাল বলেন, শাহজাহান নামের এক ব্যক্তি মসজিদেই মারা যান। মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।