নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের শাহপুর নতুন বাজার এলাকায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় আব্দুল মজিদ নামের এক পথচারী নিহত হয়েছেন।
১৬ জুন শনিবার ভোররাতে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের মোস্তফা আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, ভোররাতে সিলেটগামী একটি অজ্ঞাত গাী পথচারী আব্দুল মজিদকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।নিহত আব্দুল মজিদ স্টার পোরসেলিন সিরামিক কোম্পানীতে কর্মরত ছিলেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম অজ্ঞাত গাড়ীর ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।