লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ২৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোকসভা ও স্মৃতিচারন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ জুন)বিকাল ৩ ঘটিকায় উপজেলার বুল্লা বাজারস্থ হাজী ইমাম বক্স মার্কেটের অস্থায়ী কার্যালয়ে লাখাই প্রেসক্লাব এর উদ্যোগে লাখাই প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন সহ সভাপতি মাওলানা জালাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, যুগ্ম সম্পাদক আলী আহমেদ, অর্থ সম্পাদক সায়েদুর রহমান,আইন বিষয়ক সম্পাদক মাসুদ রানা মাসুক, সমাজ কল্যান সম্পাদক আক্তার মিয়া,সহপ্রচার সম্পাদক কামরুল হাসান সুজন, নির্বাহী সদস্য আকিব শাহরিয়ার, সাংবাদিক ইলিয়াছ আহমেদ,হাজী ইমামবক্স মার্কেটের সত্ত্বাধিকারী নাসির উদ্দীন নাসু,আরিফ আহমেদ চৌধুরী প্রমূখ।
সভায় বক্তাগন বলেন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশগুপ্ত ছিলেন একজন অকতোভয় কলম সৈনিক। অন্যায়ের বিরুদ্ধে ছিলেন আপোষহীন। সাহসী কলম সৈনিক প্রোটন দাশগুপ্ত অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জন্য তাকে অকালে প্রান হারাতে হয়।একটি কুচক্রী মহল তাঁকে ১৯৯৯ সালে ১৪ জুন হবিগঞ্জ জেলা সদর পুরাতন বাসস্ট্যান্ডে পরিকল্পিতভাবে হত্যা করে।