এস এইচ টিটু :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের আওতাধীন নূরপুর ইউনিয়নে ২নং ওয়ার্ড ও সুরাবই মাদ্রাসা সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।
স্ট্রিট লাইটের আলোয় বদলে যাচ্ছে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের গ্রামীণ জনপদ। ইউনিয়নের বিভিন্ন সড়ক, রাস্তার মোড়, হাট বাজার ও জন গুরুত্বপূর্ণ স্থানে এসব স্ট্রিট লাইট স্থাপনের ফলে এলাকা গুলো আলোকিত হয়ে উঠেছে।
শুক্রবার ( ১৫ জুন ) সকাল ১১ টার সময় উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) সহযোগিতায় নূরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নূরপুর থেকে চন্ডিপুর পর্যন্ত ও শাহজীবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসার জনপদে সোলার স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতা’র সভাপতিত্বে সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন , উপজেলা পরিষদের দ্বিতীয়বারের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন , ‘মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার “গ্রাম হবে শহর” স্লোগানকে বাস্তবায়নের এরই অংশ হিসেবে উপজেলার নূরপুর ইউনিয়ন গুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।এখন নূরপুর ইউনিয়নে ৪১ টি স্ট্রিট লাইট স্থাপন করা হবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন -উপজেলার ভুমি সহকারী কমিশনার নাহিদ ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মুক্তা আক্তার, নূরপুর ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য – মোবারক হোসেন পিন্টু, বিশিষ্ট মুরুব্বি আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা- মো.ময়না মিয়া(পুলিশ), জলফু মিয়া,মোতাকাব্বির আক্কাস, বাচ্চু মিয়া,আব্দুল কাদির আসাদ, মোশাররফ হোসেন মিন্টু,ফজলু মিয়া,রিপন মিয়া, লতিফ মিয়া, রানা,মাফুজ খন্দকার, রুকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন অপু, শিক্ষক সাইফুল ইসলাম সাজু, মুরুব্বি দিলাল সরদার,খিরাজ মিয়া,বাবলু মিয়া, ফরিদ মিয়া,তারেক প্রমুখ।
উল্লেখ্য যে, ২০২১-২২ ষষ্ঠ পর্যায় অর্থ বছরে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ এজেন্সি জাইকা ODA লোন দ্বারা অর্থায়নে এবং উপজেলা পরিচালনা উন্নয়ন প্রকল্প(ইউজিডিপি) সহযোগিতায় উপজেলার ৩টি ইউনিয়নের জনপদ, বিভিন্ন হাট-বাজার ও জনগুরুত্বপূর্ণ স্থানে স্ট্রিট লাইট স্থাপন করা হবে।
২ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট মুরুব্বি মন্নাফ সরদার জানান, কাঁঠালতলী থেকে চন্ডীপুর পর্যন্ত রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন থাকত। এ স্ট্রিট লাইট স্থাপনের ফলে আমাদের মত বৃদ্ধ মানুষদের চলাচলে সুবিধা হবে।
এছাড়াও উক্ত ওয়ার্ডের অলিপুর প্রান কোম্পানিতে চাকুরী করা অনেক মহিলা জানান, এখন আমাদের প্রান কোম্পানিতে থেকে রাতে আসা যাওয়া করতে সুবিধা হবে নিরাপত্তা ভাবে আমরা চলাচল করতে পারব।