নিজস্ব প্রতিনিধি :
হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আবারো আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর বিদ্যালয় পরিদর্শক মো. মঈনুল ইসলাম স্বাক্ষরিত ১৩ জুন ২৪ তারিখের বিদ্যালয় শাখার ৮৩২ নং স্মারকে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন অভিভাবক সদস্য বেনু মিয়া, জামাল মিয়া, বাবুল মিয়া, কামাল মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জেসমিন আক্তার, দাতা সদস্য মো. আল আমিন।
শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন মোশাররফ হোসাইন খান, মো. সুলতান আহমেদ মারুফ এবং সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মোছা. তাহমিনা খাতুন।
উল্লেখ্য গত ৩ জুন তারিখে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান উদ্দিন।