নিজস্ব প্রতিবেদক :
নবীগঞ্জ উপজেলার পিংলি নদী ও তৎসংলগ্ন মকার হাওরে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ গ্রহণ করেন জেলা মৎস্য কমকর্তা মোঃ ওয়াহিদুর রহমান, নবীগঞ্জ উপজেলা র্নিবাহী অফিসার অনুপম দাস, সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা (অ.দা.) মোঃ আসাদ উল্লাহ।
অভিযান পরিচালনা করে এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং ৫০টি চায়না দুযারি জাল, ২টি বেড় জাল, ৬টি খরা জাল আটক করা হয়। আটককৃত জাল গুলা পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস।