ডেস্ক :
কুয়েতের একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ জুন) দেশটির দক্ষিণ আহমেদি গভর্নরেটের মাঙ্গাফ এলাকার একটি ভবনে আগুন লেগেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। খবর আরব নিউজের।
ইদ রাশেদ হামাস নামে পুলিশের এক সদস্য কুয়েতের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনসহ আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা নিউজ এজেন্সি জানিয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন দমকলের কর্মীরা। কমপক্ষে ৪৩ জন আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে।
কুয়েতে বর্তমানে বহু প্রবাসী বাংলাদেশি কর্মরত আছেন। এই দুর্ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হয়েছেন কি না সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।