বাহার উদ্দিন, লাখাই থেকে :
হবিগঞ্জের লাখাইয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলা হেলিপ্যাড মাঠে করাব ইউনিয়নের রাঢ়িশাল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম বামৈ ইউনিয়নের পূর্ব ভাদিকারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এর বালিকা দলের খেলায় পূর্ব ভাদিকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দল রাঢিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কে ৫- ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে মুড়িয়াউক ইউনিয়ন এর তেঘরিয়া ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম বামৈ ইউনিয়নের বামৈ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের ফাইনাল খেলায় তেঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দল বামৈ সরকারী সপ্রাবি দল কে ২-১ গোলে পরাজিত করে তেঘরিয়া সপ্রাবি চ্যাম্পিয়ান হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার খেলোয়ারদের মাঝে চ্যাম্পিয়ানশীপ ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রপি তুলে দেন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ টুর্নামেন্টের ফুটবল খেলা আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও)নাহিদা সুলতানা সহ উপস্থিত অতিথিবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহমুদুল হক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম কামরুজ্জামান, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ।