ডেস্ক : তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) প্রধান মোল্লা ফজলুল্লাহসহ আটজনের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন করাচির সন্ত্রাসবিরোধী আদালত।
গত জুনে করাচি বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনায় শনিবার তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল। ঐ হামলায় ১০ জঙ্গিসহ অন্তত ৩৭ জন নিহত হয়। হামলার পর এই দায় স্বীকার করেছে তালেবান।
গতকাল শনিবার দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশ থেকে সন্ত্রাস দূর করার সংকল্প ব্যক্ত করার পর এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হল।
জানা যায়, পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়ার পরই তালেবানপ্রধানসহ আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করা হল।
কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবারের বিমান হামলার ঘটনায় নিহত জঙ্গিদের মধ্যে তালেবান প্রধান ফজুল্লাহ থাকতে পারেন।