স্টাফ রিপোর্টার:
যত দিন যাচ্ছে ততই শায়েস্তাগঞ্জ উপজেলা এগিয়ে যাচ্ছে। উন্নয়নের পাশাপাশি সামাজিক – সাংস্কৃতিক দিক দিয়ে এগুচ্ছে। আপনাদের দীর্ঘদিনের দাবী শায়েস্তাগঞ্জ -হবিগঞ্জ সড়ক প্রশস্থ করন প্রকল্প অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
৫৫ কোটি টাকা ব্যায়ে এ সড়ক প্রশস্থ করন কাজ করা হবে। সম্প্রতি অনু্ষ্ঠিত উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
জনগণ যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে বলে জানিয়েছেন সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তিনি সোমবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে একথা বলেন।
এ সময় তিনি আসন্ন ঈদুল আযহা যাতে মানুষজন নির্ভিগ্নে উদযাপন করতে পারে সে জন্য শায়েস্তাগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্তরিকভাবে কাজ করতে সকলকে নির্দেশনা দেন। সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরজানা আক্তার মিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ব্রাক্ষনডোরা ইউপি চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আদিল জজ, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান বুলবুল খান, ট্রাফিক জোনের ইনচার্জ মাহবুব হোসেন, এসআই মিজানুর রহমান, রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সাব্বির রহমান, এসআই সুজন মজুমদার, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, নুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসহাক আলী সেবন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত দাস মন্টু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব প্রমুখ।
এর আগে প্রধান অতিথি এমপি আবু জাহির ১৭ টি প্রতিষ্ঠানে টিআর এর চেক বিতরণ করেন।