স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কোরবানির পশুর হাটগুলো এখন পর্যন্ত জমে না উঠলেও খামারগুলোতে চলছে পশু কেনাবেচা। পরিচ্ছন্ন পরিবেশে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে কোরবানির পশু কেনার সুবিধা থাকায় অধিকাংশ মানুষই খামারমুখী হচ্ছেন। আর, বিচিত্র নামকরণ করা বড় আকৃতির গরুগুলোই এখন খামারের মূল আকর্ষণ। শায়েস্তাগঞ্জের সবচেয়ে বড় গরুটির নাম রাখা হয়েছে ‘জায়েদ খান’। জায়েদ খানকে দেখতে ভীড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা।
শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামে সুজন মিয়ার খামারে গত এক বছর যাবত পরম যত্নে লালন পালন করা হচ্ছে শাহীওয়াল জাতের জায়েদ খান কে। খাদ্য তালিকায় রয়েছে ভুসি, খইল, সবুজ ঘাস ও খড়সহ পুষ্টিকর দেশীয় দানাদার খাবার। লাল রঙের ২৫ মণ ওজনের জায়েদ খান লম্বায় ১০ ফুট ও উচ্চতা সাড়ে পাঁচ ফুট ছাড়িয়েছে। এবারের কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা জায়েদ খানের দাম পাঁচ লক্ষ টাকা হাঁকছেন খামারি। জায়েদ খান ছাড়াও তার খামারে বিক্রি যোগ্য ৬ টি শাহীওয়াল ও দেশি জাতের গরু রয়েছে।
নামের বিষয়ে খামারি সুজন মিয়া বলেন, আমরা আদর করে গরুটির নাম জায়েদ খান রেখেছি, কারন গরুটির গঠন অনেকটা জায়েদ খানের মতো। এ ছাড়া জায়েদ খান বলে ডাক দিলে গরুটি সাড়া দেয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে, এ বছর শায়েস্তাগঞ্জ উপজেলায় কুরবানী যোগ্য পশু রয়েছে ২৪৭৯ টি। যার মধ্যে গরু ২০২১ টি, ছাগল ৩৮১ টি এবং ভেড়া ৭৭ টি। বিপরীতে কুরবানির পশুর চাহিদা ২২৪২ টি।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ নাজিম উদ্দীন বলেন, সুজন মিয়ার গরুটি এ বছর প্রানী সম্পদ প্রদর্শনী মেলায় ১ম স্থান অর্জন করেছে। এটিই শায়েস্তাগঞ্জ উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু। আশাকরি তিনি আশানুরূপ মুল্য পাবেন।