নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে সিএনজি অটোরিকশা উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রীদের অভিযোগ ওই সময় চালক বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী সিএনজি অটোরিকশাটি কলিমনগরে একটি স্পিড ব্রেকারের সামনে উল্টে যায়। এতে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর সিএনজি চালক পালিয়ে গেছে।