চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট দুর্গাপুর বাজার আঞ্চলিক শ্রমিক সমিতির ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। গত মঙ্গলবার দুর্গাপুর বাজার আঞ্চলিক শ্রমিক সমিতির অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি মোঃ আঃ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ধনু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদষ্টো ও দুর্গাপুর আলোর পথে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মোঃ মকসুদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আকবর আলী মেম্বার, সাবেক মেম্বার মোঃ আঃ হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আক্তার মিয়া, মোঃ ইয়াকুত মিয়া ও শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ সিএনজি মালিক সমিতির লাইন ম্যান মোঃ আন্নর আলী। এতে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি বিল্লাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নানু মিয়া, অর্থ সম্পাদক মোঃ দুলাল মিয়া, নির্বাহী সদস্য মোঃ ইউসুফ আলী, আঃ হান্নান, বিল্লাল মিয়া, খাইরুল ইসলাম, লিবাছ মিয়া, মামুন মিয়া, লাল মিয়া, ফরিদ মিয়া, শাকিল মিয়া, প্রমুখ। উক্ত মিলাদত মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মৌলভী মোঃ সেলিম আহমেদ রেনু গোপালপুর।