মোহাম্মদ আলী সরকার,শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রীকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মরণোত্তর সংবর্ধনা মিলাদ মাহফিল ও অসরোত্তর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ১লা জুন সকাল ১১ টায় শ্রীকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
৭নং উবাহাটা ইউনিয়নের আদর্শ উন্নয়নমূলক সংগঠনের (৪নং ওয়ার্ড শান্তি কমিটি) আয়োজনে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ৭নং উবাহাটা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের এজাজ ঠাকুর চৌধুরী।
মোঃ কায়সার আহমেদ জুয়েলের সভাপতিত্বে ও হবিগঞ্জ জেলা জজ কোর্টের সাবেক আইনজীবী ও পল্লী সঞ্চয় ব্যাংক গোলাপগঞ্জ শাখার কর্মকর্তা মহিবুর রহমান মোস্তফার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা আফরোজ আহমেদ, আইয়ুব আলী, মোঃ আব্দুল কুদ্দুস, ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফারুক আহমেদ, শ্রীকুটা গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল আহাদ লিটন চৌধুরী, বালিয়াড়ি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মোঃ আরজু মিয়া,বাবু নারায়ণ আচার্য্য, মুরুব্বি চেরাগ আলী, ফয়সল আহমেদ রুহেল, আইয়ুব আলী, ও আব্দাল মিয়া প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে এলাকার প্রয়াত ৮ জন বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।
মরণোত্তর সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধারা হলেন, সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান ছাদেক, বীর মুক্তিযোদ্ধা ৭নং উবাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, ও হবিগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি বীর মুক্তিযোদ্ধা আফরাজ আফগান চৌধুরী।
এছাড়াও শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আউয়াল ও সহকারী শিক্ষক শ্রী রাধা মাধব দাশের অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে সংবর্ধনা ও সম্মাননা প্রদান শেষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।